ED summoned Mahua Maitra before Lok Sabha. She was summoned after CBI’s FIR.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সিবিআই-এর এফআইআর-এর পর এবার লোকসভার মুখে মহুয়া মৈত্রকে তলব করল ইডি। বৈদেশিক মুদ্রায় লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব। বুধবার কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে মহুয়াকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।একইসঙ্গে তলব করা হল শিল্পপতি দর্শন হিরানন্দানিকে।
মহুয়ার বিরুদ্ধে নগদের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত এবং আইনজীবী জয় দেহাদ্রাই। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ব্যবসায়ী হীরানন্দানির থেকে উপহারের বিনিময় লোকসভায় প্রশ্ন তুলেছেন। নিশিকান্ত দুবে সেই অভিযোগ তোলার পর লোকসভার অধ্যক্ষ এথিক্স কমিটি গঠন করেন। এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী ধ্বনি ভোটে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করে অধ্যক্ষ।
১৯ মার্চ টাকা প্রশ্ন কান্ডে মহুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। তার ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে সিবিআই। শনিবার মহুয়ার বাড়ি এবং অফিসে তল্লাসি চালায় সিবিআই।