ED searches in several places in the city in the call center fraud case. In this case, the main panda Kunal Gupta has already been arrested by the ED.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
বুধবার সকালে সিআরপিএফ জায়ান দের সঙ্গে নিয়ে শহরের একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে যায়। প্রথমে বাগুইআটিতে গৌতম গুপ্তার বাড়িতে। পাশাপাশি বেনিয়াপুকুর অঞ্চলেও পৌঁছায় ইডির টিম। বিধাননগর সাইবার ক্রাইম থানা ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। বিধান নগর পুলিশের হাতে গ্রেপ্তার হয় কুনাল গুপ্তা। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ই ডি।
ভুয়ো কল সেন্টার চালিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ রয়েছে কুণাল গুপ্তার বিরুদ্ধে।কুণাল গুপ্তার ১০০ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। এছাড়াও বুধবার সকালে আধিকারিকরা ভিআইপি রোড সংলগ্ন পিএস ম্যাগনাম আবাসনের ৪ডি ফ্লাটেও তল্লাশি চালাচ্ছে। এই আবাসনের ফোর ডি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে তারা।