Former Telangana CM’s daughter K. Kavita in ED’s net in Excise corruption case
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএসের এমএলসি কে কবিতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে দিল্লি আবগারী দুর্নীতি মামলায় রয়েছে অভিযোগ। এদিন হায়দরাবাদে তাঁর বাড়িতে ইডির তল্লাশির পরই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে তাঁকে পরবর্তী ধাপে জেরা করা হতে পারে।
ইডির ডাকে সাড়া না দেওয়ার ফলে ইডি হানা দেয় কে কবিতার বাড়িতে। দিল্লির পানীয় দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছিল ইডি। কে কবিতা বেশ কয়েকটি ইডি সমন এড়িয়ে যান এবং নিজের ফোন নম্বর পরিবর্তন করেন। ইডি দাবি করেছে কবিতা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত।কে কবিতা জানিয়েছেন তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এটা শুধু রাজনীতির খেলা।