Don’t go to Cooch Behar, Election Commission requests Governor
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন শুরু হতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগেই ফের শিরোনামে কোচবিহার। হ্যাঁ, সেই কোচবিহার। যেখানে হয় বিধানসভা নির্বাচনে গুলিতে নিহত হয়েছিলেন ৪ জন। শীতলকুচিতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এখনো রাজ্যবাসীর মনের মধ্যে রয়েছে। এরই মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, ভয়ের দিন তিনি সেখানে থাকবেন যাতে কোনো অশান্তি না হয় যা দেখতে। যদিও বর্তমানে নির্বাচন বিধি লাগু রয়েছে দেশের সর্বত্র। এই অবস্থায় রাজ্যপালের শুধু ভোট শান্তিপূর্ণ করার জন্য সেখানে যাওয়াটা ঠিক কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে রাজ্যপালকে অনুরোধ করল নির্বাচন কমিশন। কোচবিহারে নির্বাচনের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেখানে না থাকার জন্য অনুরোধ করল নির্বাচন কমিশন। ভোটের দিন এমনিতেই নিরাপত্তার জন্য পুলিশের কাজের চাপ প্রবল থাকে। তার মধ্যে জেলা শাসক এবং সুপার যদি তাকে স্বাগত জানাতে গিয়ে আটকে পড়েন তাহলে তো ভোটারদের নিরাপত্তায় সমস্যা তৈরি হয়ে পারে। সেসব মাথায় রেখেই রাজ্যপালকে কোচবিহারে না থাকার অনুরোধ করল নির্বাচন কমিশন।