East Bengal failed to go ahead twice, ISL’s first derby draw, Eastbengal – 2, Mohanbagan- 2
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক :
মোহনবাগান ২ (সাদিকু, পেত্রাতোস)
ইস্টবেঙ্গল ২ (অজয় ছেত্রী, ক্লেটন-পেনাল্টি)
শনিবার সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা শেষ হল ২-২ গোলে। ফয়সালা হল না কলকাতা ডার্বির। শেষ মুহূর্তের গোলে কোনও রকমে হার এড়াল সবুজ-মেরুন। আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখলেন আন্তোনিয়ো হাবাস। একই সঙ্গে, ইস্টবেঙ্গলের কাছে আইএসএলে না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখল মোহনবাগানও।
প্রথমার্ধে অজয় ছেত্রীর গোলে শুরুতেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। দারুন ক্যামব্যাক করল সবুজ মেরুন। সাদিকুরের গোলে সমতা ফিরিয়ে পাল্টা চাপে ফেলল ইস্টবেঙ্গলকে। খেলার দশ মিনিটের মাথায় অজয় ছেত্রীর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খানিকটা চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান। সাদিকুরের গোলে সমতা ফেরায় মোহনবাগান।
দ্বিয়ার্ধে ইস্টবেঙ্গল পেনাল্টি পেলে ক্লেটন সিলভা গোল করেন। এগিয়ে গেল লালহলুদ বাহিনী। খেলা ঘুরিয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোস, লাল-হলুদের ডিফেন্সের ভুলে সমতা ফেরাল সবুজ-মেরুন। দুবার এগিয়ে গিয়েও পারল না ইস্টবেঙ্গল, ISL-র প্রথম ডার্বি ড্র।