East Bengal take on Punjab FC on Wednesday in a must-win match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার পাঞ্জাব এফসির বিপক্ষে এবারের আইএসএলের গ্রুপ লীগের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। পয়েন্ট নষ্ট করলেই লীগের প্লে অফের রাস্তা বন্ধ হয়ে যাবে। জিতলে তাও চেন্নাইয়ের পরের ম্যাচ পর্যন্ত আশা থাকবে। গোল পার্থক্যে ভালো জায়গায় আছে লাল হলুদ শিবির। বুধবার লি টেবিলের নিচের দিকে থাকা পাঞ্জাবকে হারাতে পারলেই প্লে অফের স্বপ্ন জিইয়ে রাখতে পারবে ইস্টবেঙ্গল। তাদেরও পয়েন্ট দাঁড়াবে ২৭। যদিও চেন্নাই এক ম্যাচ কম খেলেছে, কিন্তু পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা এফসি গোয়া, ফলে কপাল না খারাপ থাকলে পাঞ্জাব ম্যাচ জিতলেও প্লে অফের সুযোগ পেতে পারে খাবরা, ক্লেইটনরা। বেঙ্গালুরুর বিপক্ষে ভোট ম্যাচে জলে উঠে ছিলেন স্প্যানিশ ক্রেস্পো এবং ব্রাজিলিয়ান ক্লেইটন। সেই কারণে পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। এই ম্যাচেও জয়ের জন্য এই দুই ফুটবলারের দিকেই তাকিয়ে থাকছে কোচ কুয়াদ্রাত। মাস্ট উইন ম্যাচ, তাই আক্রমণাত্মক ছকেই দলকে খেলাতে চলেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। দিল্লির মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা লালহলুদ, এখন সেটাই দেখার। লীগ টেবিলে বর্তমানে ৭ নম্বরে আছে ইস্টবেঙ্গল, এই ম্যাচ জিতলেই ঢুকে পড়বে প্রথম ছয়ে। এরপর তাকিয়ে থাকতে হবে চেন্নাইয়িন এফসির দিকে।