Trouble is mounting in East Bengal, next match on Saturday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সুপার কাপ থেকে আইএসএলে আসতেই সেই কঙ্কালসাড় চেহারাটা বেড়িয়ে পড়ল ইস্টবেঙ্গলের। ক্লেইটন সিলভা ছিলেন না মুম্বইয়ের বিপক্ষে। গোটা পাঁচেক ঠিকঠাক আক্রমনও যে মুম্বই রক্ষণে শানাতে পারল না লালহলুদ। এখনও ভিক্টর পুরো ম্যাচ ফিট নন বোঝাই যাচ্ছে। তাকে প্রথম থেকে মাঠে নামানো যাচ্ছে না, তবু কেন ছেড়ে দেওয়া হল বোর্হা হেরেরাকে। সুপার কাপে তো ছন্দে ফিরেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। শনিবার হায়দরাবাদ এফসির সঙ্গে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। ক্লেইটন, ভিক্টরদের কাছে সুযোগ দুর্বল বিদেশীহীন হায়দরাবাদকে হারিয়ে জয়ের সরণীতে ফেরার। তবে এই ম্যাচ জিতলেই হবে না, সেই ছন্দ ধরেও রাখতে হবে। কারণ বর্তমানে হায়দরাবাদ দলের অবস্থা অত্যন্ত করুণ। যেই আসছে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তবে কুয়াদ্রাত নিশ্চই হায়দরাবাদ ম্যাচে আগে থেকেই ভিক্টর নামিয়ে গোল তুলে নেওয়ার চেষ্টা করবেন। একইসঙ্গে সেই ছন্দ বজায় রাখার চেষ্টাও চালিয়ে যাবেন পরের বৃহস্পতিবার জামশেদপুরের বিপক্ষেও।