East Bengal could not win the must win match against Punjab.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইএসএল অভিযান শেষ করল ইস্টবেঙ্গল। পাঞ্জাবের বিপক্ষে মাস্ট উইন ম্যাচ জিততে পারল না ইস্টবেঙ্গল। প্লে অফের আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলতেই হত কুয়াদ্রাতের দলকে। কিন্তু খারাপ পারফরম্যান্সের জেরে পয়েন্ট তোলা তো দুরস্ত, ৪-১ গোলে হেরে বসল লাল হলুদ। শুরুতে উইলমার গোলের গোলে এগিয়ে গেছিল পাঞ্জাব। কিন্তু দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে আওয়ে ম্যাচে সমতায় ফিরিয়েছিলেন সায়ন ব্যানার্জি। বক্সের মাথা থেকে বাঁধিয়ে রাখার মত গোল করেছিলেন। কিন্তু এরপর ডিফেন্স সাথ দিল না ইস্টবেঙ্গলের। খাবরা- হিজাজিরা পরপর গোল হজম করতে থাকলেন। ৪৩ মিনিটে হোম ম্যাচে পাঞ্জাবকে ২-১ গোলে এগিয়ে দিলেন মাদিহ তালাল। ৬২ মিনিটে ৩-১ করলেন সেই উইলমার গিল। ৭০ মিনিটে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুকা মাজসেন। মাস্ট উইন ম্যাচ থেকে ৩ পয়েন্ট আনা তো দূর, লিগ টেবিলের তলানিতে থাকা দলের বিরুদ্ধে ৪ গোল খাওয়ায় বেশ মনমরা ইস্টবেঙ্গল দল। মরসুমের শেষ সময় এসেও ডিফেন্সের গোল খাওয়ার রোগ না যাওয়ায়, আগামী মরশুমে যে রক্ষণভাগে বদল আসতে চলেছে তা নিশ্চিতভাবেই বলা যায়।