East Bengal face North East on Saturday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে আইএসএলের ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলের এটি দ্বিতীয় লেগের ম্যাচ। লিগ টেবিলে নর্থ ইস্টের ঠিক পিছনেই রয়েছে লালহলুদ। ম্যাচ জিততে পারলেই তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে পার্দো, মাহেরদের কাছে। নর্থইস্ট ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট, সেখানে সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১ ম্যাচে ১২। নভেম্বর মাসের ৪ তারিখ আইএসএলে শেষবার হেরেছিল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। এরপর চেন্নাই, মুম্বইয়ের মতো দলের সঙ্গে ড্র করার পাশাপাশি ওড়িশাকে হারিয়ে সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম লেগের ম্যাচে ক্লেইটনরা ৫ গোল দিয়েছিল এই নর্থইস্ট ইউনাইটেডকে। তাই আওয়ে ম্যাচ হলেও ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে নন্দকুমার, মাহেশরা। এমনিতেও যে মসৃণ গতিতে লালহলুদের ঘোড়া ছুটছে, তাতে এই ম্যাচে জয় আসা করা যেতেই পারে। সমস্যা বলতে একটাই, দলের অন্যতম ভরসা মিডফিল্ডার সাউল ক্রেসপোর চোট। তাকে এই ম্যাচে পাওয়া যাবে না, সেটা নয়। আগামি এক মাসের জন্যই ছিটকে গেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সুপার কাপ ফাইনালে গোল করা এই বিদেশী ওড়িশার বিপক্ষেই চোট পেয়েছিলেন। এরপর ডার্বিতেও খেলতে পারেননি পুরো সময়। তখনই অনুমান করা যাচ্ছিল, কোনও খারাপ খবর হয়ত আসছে। সেটাই আখেরে হল। চোট পেয়ে আগামি চার-পাচ ম্যাচে পাওয়া যাবে না মিডফিল্ডের এই স্তমভকে। মার্চের ১০ তারিখে ডার্বিতে তাকে পাওয়া যাবে কিনা সেটাও নির্ভর করবে কত দ্রুত ক্রেসপো সুস্থ হচ্ছেন তার ওপর। মহম্মদ বেমামার, নেস্টর বলবিয়কদের বিপক্ষে নামার আগে এটাই যা চিন্তার লালহলুদের কাছে।