East Bengal looking to bounce back against Goa
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার এফসি গোয়ার বিপক্ষে আইএসএল ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল শিবির। লাল হলুদের থেকে এগিয়ে রয়েছে গোয়া। এদিকে সুপার কাপ জয়ের পর হঠাৎই ছন্দ হারিয়েছে লাল হলুদ ব্রিগেড। রবিবার রয়েছে বড় ম্যাচ। সেই ম্যাচের আগে গোয়া ম্যাচ থেকে পয়েন্ট বার করা গেলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। আপাতত সেই লক্ষেই রয়েছে ক্লেইটন, মহেশরা। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সল ক্রেস্পো। যদিও গোয়া ম্যাচে তো বটেই ডার্বিতেও নেই তিনি। আরব সাগরের তীর থেকে ৩ পয়েন্ট নয়, বরং এক পয়েন্টই লক্ষ্য লালহলুদ কোচের। আক্রমণে ক্লেইটন শিলভাকে রাখা হচ্ছে। মাঝমাঠে ভিক্টর। দুই পাশে নন্দকুমার এবং মাহেশ। ব্লকার পজিশনে উঠিয়ে নিয়ে আসা হতে পারে হিজাজি মাহেরকে। সেক্ষেত্রে ডিফেন্সে থাকবেন বিদেশী অ্যালেকজান্ডার প্যানটিচ । হিজাজী মাহেরের বল ডিস্ট্রিবিউশন ভালো হওয়ায় তাকে ব্লকারের ভূমিকায় খেলানোর ভাবনা রয়েছে লালহলুদ শিবিরের। এখন দেখার গোয়া থেকে পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারে কিনা ইস্টবেঙ্গল দল।