East Bengal will play in the AFC Champions League playoffs next season.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এখন থেকেই আগামী মরসুমের দিল গঠনের পরিকল্পনা শুরু করে দিল ইস্টবেঙ্গল। প্রত্যেক বারই শেষ মুহূর্তে গিয়ে স্টেজে মেরে পাশ করা স্টুডেন্টের মত দল গঠন করতে হয়। আর তাতে যা হওয়ার তাই হয়, আইএসেলে ৯/১০/১১ এর মধ্যে থেকে কোনো ক্রমে পাশ করে যায় দল, কিন্তু ভালো মার্কস পাওয়া হয়ে ওঠে না। কিন্তু কুয়াদ্রাত যে একটু অন্য রকম। আগামী মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলবে ইস্টবেঙ্গল। এশিয়ান সার্কিটে যাতে দেশের এবং দলের মুখ না পড়ে, তাই ভালো দল তৈরি করতে বদ্ধপরিকর লালহলুদ বাহিনী। ইতিমধ্যে পাঞ্জাব এফসির মিডফিল্ডার মাদিহ তালালের সঙ্গে কথাবার্তা বলেছে লালহলুদ ম্যানেজমেন্ট। বড় অঙ্কের প্রস্তাব গেছে কেরল ব্লাস্টার্সের ফুটবলার দিয়ামানতাকোসের এজেন্টের কাছে। এছাড়াও জাতীয় দলের সাইড ব্যাক, দলের প্রাক্তন সতীর্থ রাহুল ভেকের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী মরসুমের বিদেশী চূড়ান্ত করার কাজের পাশাপাশি ভারতীয় ব্রিগেডও শক্তিশালী রাখতে চলেছেন কার্লেস কুয়াদ্রাত। ইমামি গ্রুপও এক্ষেত্রে যথেষ্টই সাহায্য করছে ইস্টবেঙ্গল কোচকে। যাতে তিনি নিজের পছন্দের মতো দল গঠন করতে পারেন।