Devastating fire at Durgapur Steel Factory
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :বৃহস্পতিবার সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানায় আবারও দুর্ঘটনা। তবে,এবার কোনো প্রানহানির ঘটনা ঘটেনি। ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে ডিএসপির কোকওভেন বিভাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে আস্ত কনভেয়ার বেল্টের বিশাল পরিকাঠামো। ওই সময়ে কোনো কর্মী বা শ্রমিক না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ডিএসপি। জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কারখানার কোকওভেন বিভাগের বাই প্রোডাক্ট সেকশনের ২০ এ কনভেয়ার বেল্টে আগুন লাগে। ওই এলাকায় কয়লার গুড়ো পড়ে থাকে। সেই গুড়ো কয়লার স্তুপে প্রথম আগুন লাগে। তারপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। নাইট ডিউটি শেষ হয়ে সবে মর্নিং শিফটের কর্মী, শ্রমিকরা ওই সেকশনে তখন ঢুকতে শুরু করেছে। তাঁরাই আগুন দেখে খবর দেন কন্ট্রোল রুমে। পরে ডিএসপির নিজস্ব দমকলের দুটি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৩৫ ফুট লম্বা কনভেয়ার বেল্টের পুরো পরিকাঠামো ভেঙে পড়েছে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান, “কী করে ওখানে আগুন লাগলো তা তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”।