Fire in Dum Dum Chhatakal slum area, Fire minister at the spot
দমদমে ছাতাকলে বাগজালা খালের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার গরু ও মোষের খাটাল সহ এক হাজারের বেশি বস্তি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকলের প্রায় ১০ টি ইঞ্জিনের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রী সুজিত বসু।
বেলা ১২টা নাগাদ বস্তিতে আগুন লাগার পর কালো ধোঁয়া দেখা যায়। পচা খালেই ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন বহু বাসিন্দা। বেশ কিছু গরুও নেমে পড়ে খালে। কয়েকজন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বস্তি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে খবর। কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে অনুমানস গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দমকল এসেও তো ঢুকতে পারছে না। জায়গা নেই। আনুমানিক ৫০টি ঘর রয়েছে বস্তিতে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমদমের বামপ্রার্থী সুজন চক্রবর্তী। তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন। দমকল মন্ত্রী সুজিত বসু জানালেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। যাঁদের ঘর পুড়ে গিয়েছে, তাঁদের নিরাপদ আশ্রয় দেওয়া হবে।