After Friday, April 26, threatening mails were sent to the airport manager on Monday as well
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২৬ এপ্রিল শুক্রবার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি মেল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। ঠিক তিনদিনের মাথায় আবারও হুমকি মেল। অর্থাৎ দু দুবার একই ঘটনার পুনরাবৃত্তি। শুক্রবারের পর সোমবারও বিমানবন্দরের ম্যানেজারের কাছে হুমকি মেল এসেছে বলে খবর। তাতে লেখা, বোমা লুকনো রয়েছে, যে কোনও মুহূর্তে উড়িয়ে দেওয়া হবে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি। মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা চূড়ান্ত করা হয়েছে। যাত্রীদের তল্লাশি কয়েকগুণ বাড়ানো হয়েছে।স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশিতে নেমেছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা।
এনএসসিবিআই বিমানবন্দর থানাকে গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এই ধরনের মেল কোথা থেকে পাঠানো হচ্ছে, বারবার এই ধরনের মেল কারা এবং কেন পাঠাচ্ছে তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশ।