Laser light! Problems with aircraft landing at Dum Dum Airport
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও ককপিটে লেজার লাইটে আলোয় ঝলসে উঠল, তাতেই দিক নির্ণয়ে বিভ্রান্তি পাইলটের। রবিবার রাতে দিল্লি থেকে কলকাতা গামী ইন্ডিগোর বিমান ৬ই ৬৫১৭ বিমানটি বারাসাতের দিক থেকে অবতরণের সময় যখন ৫ নটিক্যাল মাইল দূরে সেই সময় মধ্যমগ্রামের দিক থেকে হঠাৎ করে সবুজ লেজার লাইটের আলো পড়ল ককপিটে। আর তাতেই খানিকটা বিভ্রান্তি দিক নির্ণয়ে।
রবিবার রাতে দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানটি অবতরণের সময় বিপত্তি ঘটে। ওই বিমানটিতে ২১৪ জন যাত্রী ছিলেন। এবং ৬ জন কেবিন ক্রু। বারাসত থেকে বিমানটি ঠিক ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সেই সময় মধ্যমগ্রামের দিক থেকে হঠাৎ করে সবুজ লেজার লাইট পড়ে ককপিটে। আর তাতেই দিকনির্ণয়ে খানিকটা বিভ্রান্ত হয়ে যান পাইলট। অবশেষে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানচালক। রাত ৯টা ৪০ নাগাদ অবশেষে বিমান অবতরণ হয়। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের হয়।