A passenger’s attempt to open the ’emergency exit’ of the plane at the Kolkata airport caused a sensation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা করেন এক যাত্রী।আর তাতেই ছড়ায় চাঞ্চল্য। হায়দরাবাদ থেকে কলকাতাগামী বিমানে এক যাত্রী নাম আবুজার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। মঙ্গলবার ইন্ডিগো ৬ই ৬৪৯৪ বিমানে ঘটনাটি ঘটে।
বিমানটি নিজামের শহর থেকে দমদম বিমানবন্দরে অবতরণের পর ১৮ এফ সিটে বসা যাত্রী আবুজার মণ্ডল কেবিন ক্রুদের নির্দেশ না মেনে বিমানের ডানার উপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেন বিমানে থাকা ক্রু মেম্বাররা। কিন্তু তা সত্ত্বেও তিনি সে কথায় কান না দিয়ে এমার্জেন্সি ফ্ল্যাপটি খোলার চেষ্টা চালিয়ে যান।
এরপরেই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের খবর দিলে ওই যাত্রীকে বিমান থেকে নিচে নামিয়ে আনা হয়। ওই যাত্রীকে আটক করে নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্র মারফত খবর।