Dubai under water due to heavy rains, blocked roads-airport
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বেশ কয়েকটি জায়গায়। ঘণ্টাখানেকের বৃষ্টিতে মরু শহর-রাজ্য দুবাইতে প্রধান জাতীয় সড়ক এবং এর আন্তর্জাতিক বিমানবন্দর জলে ভরে গেছে।দেড় বছরেরও বেশি পরিমাণের বৃষ্টিপাত হয়েছে এবারে
প্রবল বৃষ্টি দুবাই এবং সংযুক্ত আরব আমিরশাহীর অন্যান্য অংশে ব্যাপক জল জমিয়ে দেয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্র, এই বৃষ্টি আংশিকভাবে কৃত্রিম বৃষ্টিপাতের কারণে হয়েছে। সংযুক্ত আরব আমিরাত(UAE), পৃথিবীর উষ্ণতম এবং শুষ্কতম অঞ্চলগুলির মধ্যে অবস্থিত। এখানে বৃষ্টিপাত বাড়ানোর জন্য ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মোতায়েনের মূল লক্ষ্য হল ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অর্থনীতির সঙ্গে জলের চাহিদা পূরণ করা। সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও, সৌদি আরব এবং ওমান সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলি তাদের দেশে বৃষ্টিপাত বাড়ানোর জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়।