Durdarshan’s symbolic color change in the face of voting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আচমকাই বদলে গিয়েছে দুরদর্শনের প্রতীকী,রং বদল। নীলের বদলে দুরদর্শনের লোগো এখন গেরুয়া। সরকারি গণমাধ্যমের প্রতীকের রংবদল নিয়ে রাতারাতি শোরগোল পড়ে গিয়েছে দেশে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে দুরদর্শন। তৈরি হয়েছে নতুন স্টুডিয়ো। নতুনভাবে উপস্থাপনা করা হচ্ছে সরকারি এই সংবাদমাধ্যমে। তবে নীল থেকে আচমকা গেরুয়া হওয়ায় সরকারি চ্যানেলের গৈরীকিকরণের অভিযোগ উঠেছে নানামহলে। কেন আচমকা কেন্দ্রীয় সরকারি চ্যানেলের প্রতীকের লোগো বদল করা হল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
চেনা নীল রং বদলে গেরুয়া হলেও প্রতীকের আকৃতির কোনও বদল ঘটেনি। ১৯৫৯ সালে যাত্রা শুরু করেছিল দুরদর্শন। এ দেশে কেবল টিভি আসার আগে দুরদর্শনই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। কেবল টিভির রমরমার যুগেও দুরদর্শনের দাপট কমেনি। সরকারি চ্যানেল হওয়ায় গরিমাও বরাবর অক্ষত রয়েছে দুরদর্শনের। তবে লোকসভা ভোটের আবহে হঠাৎ করে নতুন রূপ প্রকাশ্যে আসা অনেকেই অবাক হয়েছেন। ভোটের মুখে এই রংবদলের পিছনে অনেকেই রাজনীতির ছায়া দেখছেন।