BJP is now a washing machine, hence recruiting corrupt people – Stalin’s sarcasm
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপিকে নিজেদের রাজ্যে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় ডিএমকে। সম্প্রতি তামিল নাড়ুতে ভোটের প্রচারে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে গিয়ে স্বাভাবিকভাবেই সে রাজ্যের বিজেপি বিরোধী দলগুলোকে এক হাত নেন প্রধানমন্ত্রী। রাজ্যে ছাড়তেই পাল্টা নরেন্দ্র মোদিকেই দুর্নীতির বিশ্ববিদ্যালয়ের আচার্য বলে তোপ দাগলেন ডিএমকের প্রধান তথা মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। বিজেপিকে ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন স্ট্যালিন। তিনি বলেছেন ,’ ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আসার পর সবাই দেখতে পাচ্ছে বিজেপি কি? দুর্নীতিবাজদের দলে নিয়ে তাদের ছাতার মতোই রক্ষা করছে বিজেপি। আর সেই দলেই রয়েছেন নরেন্দ্র মোদী। এর থেকেই অনুমেয় সমস্ত বিষয়টা। উল্লেখ্য, এবারে কংগ্রেস – ডিএমকে এবং বামেরা ইন্ডিয়া জোটের আকারে সে রাজ্যে একই সঙ্গে লড়ছে। ফলে তাদের শক্তি বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই সেখানে স্বয়ং নরেন্দ্র মোদী নিজের প্রচারের অনেকটা সময় দিয়েছে। যদিও তামিল নাড়ুতে সচরাচর আঞ্চলিক দলই বেশি আসন পায়। ফলে এবারে সাফল্যের ব্যাপারে নিশ্চিত ডিএমকে।