Dilip’s warning of ‘sent to Bangladesh’ after the vote
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে বর্ধমানে জনসংযোগে বিজেপির দিলীপ ঘোষের মুখে শোনা গেল ‘দাদাগিরি’। তিনি বলেন, এখনও দাদাগিরি শুরু করেন নি। তিনি আরও বলেন, ভোটে অশান্তি নিয়ে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দেন। ভোট পর্যন্ত আইন মানছি। তারপর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে, এমনটাই বলে ওপেন চ্যালেঞ্জ দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
জনসংযোগে বেরিয়ে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকেও কটাক্ষ করেন। দিলীপের কথায়, “মুখ্যমন্ত্রী ছেঁড়া কাঁথায় রিপু করছেন। কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। দিলীপ ঘোষের এই ধরনের বাক্যবাণে ভোট প্রচার জমজমাট।