Dilip Ghosh sings Aamir’s movie song for candidate former cricketer Keerti Azad
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কখনও তিনি গরুর দুধে সোনা আবিষ্কার করেন, কখনও আবার তিনি বুদ্ধিজীবীদের বলেন রগড়ে দেব। এমনই এক বৈচিত্রময় চরিত্র দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে তাঁকে নিজের গড় থেকে অন্য কেন্দ্রে নিয়ে গেছে বিজেপি। তাতে বিপাকে পড়া নয়, বরং আদ্য প্রান্ত সংগঠন করে ওঠা দিলীপ আছেন বেশ খোশ মেজাজেই। একাধিকবার কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে বিরোধীরা। উঠে এসেছে তাঁর কটু মন্তব্য নিয়ে অনেক প্রশ্ন। যদিও ওসবকে ডোন্ট কেয়ার করে এবার গান গাইলেন দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে এবার প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তাঁকে উদ্দেশ্য করেই দিলীপ গাইলেন পারদেশী পারদেশী জানা নেহি। আমির খানের সিনেমার বেশ জনপ্রীয় এই গান। কীর্তিকে দেখে ১৩ তারিখের পর সবাইকে এই গান ধরতে হবে বলেন দিলীপবাবু, কারণ শুরু থেকেই কীর্তি আজাদকে বহিরাগত বলে দাবি করে আসছে বিজেপি।