BJP condemns Dilip Ghosh for making derogatory comments about Chief Minister.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কু কথা বলায় শোকজ করা হয় তাঁকে। তাঁর এই কু কথায় কার্যত মাথা হেঁট হয়েছে দলের। তবে এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিল কেন্দ্রীয় বিজেপি। সূত্রের খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কথা উল্লেখ করে রীতিমতো চিঠি দিয়ে দিলীপ ঘোষকে শোকজ করেছে সর্বভারতীয় বিজেপি।
সেই চিঠিতে লেখা হয়েছে, তাঁর বক্তব্য বিজেপির আদর্শের বিরোধী। এই বক্তব্যে নিন্দা করছে দল। এই ধরনের অবমাননাকর বক্তব্য নিয়ে ব্যাখা চেয়েছেন জেপি নড্ডা। এই মন্তব্যের কী ব্যাখা দেন দিলীপ ঘোষ এখন সেটাই দেখার। দিলীপ ঘোষ যে কথা বলেছেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল। গত বিধানসভা ভোটের আগেও ঠিক একইভাবে তিনি এই ধরনের আপত্তিকর মন্তব্য করতেন। ফের তাঁর মুখে এই ধরনের কুকথা।