Again controversy started over dilip ghosh, in election campaign he comments on IC
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের ভাষার বাঁধন নেই। নির্বাচন কমিশনের কাছে কথা শোনার পরও তিনি শুধরে যাননি। এবার কোনও বিরোধী দলকে নয় বরং এক আইসিকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে কাপড় খুলে নেবেন বলে হুঁশিয়ারি দিলেন। এখানেই শেষ নয়, তাকে জুতো পেটাও করবেন। তিনি আবার বলেন যে, ‘আমার নামে নালিশ করতে হলে করুক। আমি ভয় পাইনা।’
কিছুদিন আগেও কমিশনের পক্ষ থেকে ধমক এবং দল থেকে তাঁকে সতর্ক করা হয়। কিন্তু তিনি কিছুতেই ভয় পান না। নির্বাচনী প্রচারে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমানের নীলপুর বাজারের চা চক্র থেকে এ বিষয়ে মুখ খুললেন দিলীপ। এদিন আইসিকে বেলাগাম আক্রমণ করেন তিনি। এদিন বলেন , ‘আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি।’ এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসকদল