Dilip Ghosh once again made a false comment, Dilip said to the Election Commission ‘uncle’!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘ মেসো ‘ বলে ফেলেন দিলীপ ঘোষ। এই বেফাঁস মন্তব্য এর জেরে বিপাকে পড়লেন বিজেপির দিলীপ ঘোষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল। বুধবার কলকাতায় কমিশনের দফতরে গিয়ে দিলীপের বিরুদ্ধে নালিশ করে আসে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল।
এই বিষয়ে প্রশ্নের জবাবেই কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমনে গিয়ে দিলীপ ঘোষ বলেন, একটা চিঠি দিতে তৃণমূলের দশ জন গিয়েছে, এমন কি হয়েছে যে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়াচ্ছে। তিনি আরও বলেন, তৃণমূল অনেকের নামে অনেক কিছু বলেন আমরা তো মেসোমশাইয়ের কাছে যায়না……..। তৃণমূল অবশ্য দিলীপকে পাল্টা আক্রমণ করে জানিয়েছে, ভুল থেকেও শিক্ষা নিচ্ছেন না দিলীপ।