The complete sports schedule of IPL has been published. The Knights released their sports schedule through April 3.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: প্রকাশিত হল আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত নাইটদের ক্রীড়া সূচি প্রকাশিত করেছিল। প্রথম ম্যাচেই হায়দরাবাদকে হারিয়ে অভিযান শুরু করেছে নাইটরা। এবার বাকি সূচি প্রকাশিত হয়ে গেল দোলের দিন বিকেলেই।
এক ঝলকে কলকাতার ক্রীড়া সূচি:-
এপ্রিলের ৮ তারিখ আওয়ে ম্যাচে কলকাতার প্রতিপক্ষে চেন্নাই
এপ্রিলের ১৪ তারিখ ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষে লখনউ
এপ্রিলের ১৭ তারিখ ইডেন গার্ডেনে নাইটদের সামনে রাজস্থান
২১ এপ্রিল ঘরের মাঠে নাইটরা মুখোমুখি হবে আরসিবির
২৬ এপ্রিলের ইডেনে কলকাতার মুখোমুখি পাঞ্জাব কিংস
এপ্রিলের ২৯ তারিখেও নাইটদের ম্যাচে কলকাতাতেই, প্রতিপক্ষে দিল্লি
৩ মে মুম্বাইতে খেলবে নাইটরা, প্রতিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স
৫ মে অ্যাওয়ে ম্যাচে লখনউএর মুখোমুখি হবে গৌতম গম্ভীরের দল
১১ মে ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কেকেআর
১৩ মে আহমেদাবাদে নাইটদের বিরুদ্ধে খেলবে গুজরাট টাইটানস
১৯ মে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গ্রুপ লেগের শেষ ম্যাচ নাইটদের