Mahi storm against Lucknow, amazing cameo from Dhoni
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের পর এবার লখনউ। ধোনি ঝড় অব্যাহত। মুম্বাইয়ের বিরুদ্ধে করেছিলেন ৪ বলে ২০ রান। এবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাহি ব্যাট হাতে করলেন ৯ বলে ২৮ রান। সংখ্যা বলে দিচ্ছে তিনি এখন ৪২ এর কোঠায়। তাতে কি, নাম তো মহেদ্র সিং ধোনি। বিন্দাস মেজাজেই বোলারদের শাসন করে যাচ্ছেন তিনি। গত ম্যাচে তার সামনে উড়ে গেছিল হার্দিক পান্দিয়া। এই ম্যাচেও মোহসিন খান এবং যশ ঠাকুর পড়লেন মাহির ঝড়ের সামনে। গত ম্যাচের মতো এই ম্যাচেও এত ভালো ইনিংস খেলার পর কোনো উচ্ছ্বাস বা উদ্দীপনা ছিল না তার মধ্যেই। এই ম্যাচেও এল একই চিত্র। ১০১ মিটারের লম্বা ছয় মেরেও চুপ রইলেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারিতে।