Dhoni – Nehra’s team face off in Lucknow
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তারা মাঠে নামবে জয়ের হ্যাটট্রিক করার লক্ষে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারলেও লখনউ শিবির যথেষ্ট শক্তিশালী। এক ম্যাচ হারলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তবে সমস্যার কারণ প্রতিপক্ষের নাম চেন্নাই। যারা শেষ দুই ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে জিতেছে। তার মধ্যে মুম্বাইকে হারিয়ে বেশ চনমনে ধোনির দল। মুস্তাফিজুরকে আইপিএলে মাঝপথেই ডাকা হয়েছে দেশের থেকে। ফলে আইপিএলে তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এরই মধ্যে ডেভন কনওয়ের পরিবর্তে গাই পেস বোলারকে দলে নিয়েছে সিএসকে। যদিও সকলের থাকা আর না থাকা পুষিয়ে দিচ্ছেন বেবি মালিঙ্গা পাথিরানা। এদিকে লখনউ দলের ওপেনিংয়ে ডি ককের ধারাবাহিক রানের মধ্যে না থাকা চিন্তা বাড়িয়েছে লোকেশ রাহুলের। নিকোলাস পুরানের পাশাপাশি ক্রনাল পাণ্ডিয়া, দীপক হুডাদের ব্যাট থেকেও রান চাইবেন রাহুল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট চেন্নাইয়ের, ৬ ম্যাচে ৬ পয়েন্ট রাহুলের লখনউ শিবিরের। এখন দেখার, হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি কে হাসে।