A fire broke out in a hut adjacent to the Dhakuria railway line. Firefighters at the scene.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঢাকুরিয়া রেল লাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। বুধবার দুপুর প্রায় ১টার সময় রেল লাইন সংলগ্ন বস্তিতে আগুন লাগে। ঘন বসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রায় ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। রেল লাইনের পাশে এই ঘটনা ঘটায় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকলের আটটি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভাতে বেগ পেতে হয়। আট টি ইঞ্জিনের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার দুই ঘণ্টা পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। কেন দমকল বাহিনী এত দেরি করে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে কলকাতা পৌরসভার ৯২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মধুছন্দা দেব গিয়েছেন। প্রাথমিক অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।