October 8, 2024 5:44 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

October 8, 2024 5:44 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

Derby Match: সুপার সান্ডেতে বড় ম্যাচ, তিন পয়েন্টের লক্ষ্যে মোহনবাগান- ইস্টবেঙ্গল

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Big match on Super Sunday, Mohun Bagan-East Bengal aiming for three points

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার আইএসএল ডার্বি। মেগা ম্যাচে মুখোমুখি যুযুধান দুই শিবির, মোহনবাগান ও ইস্টবেঙ্গল। যুবভারতীর রণাঙ্গনে শেয়ানে সেয়ানে টক্কর। বাঙালির আবেগের, মর্যাদারক্ষার ম্যাচ শুরু রবিবার রাত সাড়ে আটটায়। খাতায় কলমে বিচার করতে গেলে এগিয়ে থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু অতীত ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে, পিছিয়ে পড়া পরিস্থিতিতে সব থেকে বেশি কামব্যাক করেছে পদ্মাপাড়ের ক্লাব। ম্যাচের আগে কুয়দ্রাত বলছেন তার দল আন্ডারডগ। মোহন বাগানের হাতে বিদেশিদের কোয়ালিটি বেশ ভালো। প্রতিপক্ষকে চাপে রাখার জন্য এমন বার্তা কিনা বলা যাবে না, তবে দলের ফুটবলারদের মধ্যে যদি আত্মবিশ্বাস ফেরাতে না পারেন স্প্যানিশ কোচ তাহলে জামশেদপুর ও গোয়া ম্যাচের মতোই ফল হতে পারে। তবে ক্লেইটন, নন্দকুমাররা একটু যদি খেলে দিতে পারেন তাহলেই সুপার সিক্সের দরজা আবারও খুলে যাবে লালহলুদের কাছে। বাগানের বিরুদ্ধে সামনে ক্লেইটন, বিষ্ণুকে রেখে মাঝমাঠে সাউল ক্রেস্পোকে রাখছেন কুয়াদ্রাত। ডিফেন্সে জোড়া বিদেশী মাহের এবং আলেকজান্ডার। এদিকে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জিততে পারলেই আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। শেষ কয়েক ম্যাচে অপ্রতিরোধ্য হতে উঠেছেন কাউকো, পেত্রাতোসরা। যদিও বড় ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করছে তারা। কারণ ওড়িশা এবং মুম্বাই, দুই দলই সম্প্রতি পয়েন্ট নষ্ট করেছে। সেই জন্য সুযোগ এসে গেছে সবুজ মেরুনের সামনে। আত্মতুষ্টিতে ভুগলে পরিণতি ভয়ংকর হতে পারে, তাই ফুটবলারদের অনেক বেশি সতর্ক থাকতে বলছেন হাবাস। কোচ হিসেবে ডার্বিতে তিনি এখনো অপরাজিত। স্প্যানিশ হাবাস বলছেন, ফুটবলাররাই সঙ্গবদ্ধ হতে লড়াই করায়, তার কাজ সহজ হয়ে গেছে। ম্যাচে সময় যত গড়াবে, তত বেশি হার্ড ট্যাকেল দেখা যায়। তাই সেই সময় গুলোয় মাথা ঠাণ্ডা রেখে খেলতে বলেছেন হাবাস, যাতে কোনোভাবেই মনোসংযোগে অভাব না ঘটে। দিমিত্রিকে পিছনে রেখে কামিংসকেই আক্রমণে খেলবেন হাবাস। মাঝে কাউকো। দুই উইংয়ে লিসটন, মনবির। নিচে হেক্টরের পাশে আনোয়ার। ব্লকার দীপক টাংরি অথবা অভিষেক। চোটের জন্য প্রথম একাদশে অনিশ্চিত সাহাল। রাইট ব্যকে খেলতে পারেন আসিস রাই। তিন পয়েন্ট তুলে একদিকে যেমন প্রথম স্থান দখল করতে মরিয়া মোহনবাগান, তেমনি সুপার সিক্সের আশা জিইয়ে রাখার লক্ষ্যে তিন পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top