Sunday’s big match starts at 8.30 pm
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ফের বদল ডার্বির সময়সূচিতে। সোমবার সন্ধ্যায় জানা গেছিল রবিবার নির্ধারিত দিনেই ম্যাচ আয়োজন হবে সল্টলেক স্টেডিয়ামে। তবে খেলা শুরু হওয়ার কথা ছিল রাত ন’টা থেকে। সেদিন রাজ্যের শাসক দলের ডাকা ব্রিগেড সমাবেশ থাকায় নিরাপত্তা জনিত কারণে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল। যদিও রাত নটার সময় খেলা শুরু হলে সমস্যা ছিল মূলত দুটি। প্রথমত সম্প্রচারকারি সংস্থা সেই সময় স্লট দিতে পারছিল না। অন্যদিকে দুই প্রধানের প্রায় পঞ্চাশ হাজার দর্শকের বাড়ি ফেরার ক্ষেত্রেও সমস্যা দেখা দিত কারণ খেলা শেষ হতে রাত ১১টা বেজে যেত। সবদিক খতিয়ে দেখে এবং এফএসডিএলের সঙ্গে চূড়ান্ত কথাবার্তার পর জানানো হলো রবিবার ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে আটটায়। সেক্ষেত্রে ম্যাচের সময় ঠিক এক ঘন্টা পিছিয়ে দেওয়া হলো। বড় ম্যাচ কলকাতার বাইরে খেলতে চাইছিল না আয়জক দল ইস্টবেঙ্গল। মোহনবাগানও খেলতে চেয়েছিল নির্দিষ্ট দিনে। শেষমেষ সব জল্পনার শেষে ম্যাচ শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে আটটায়।