Discrimination in ticket prices, derby exclusion of Mohun Bagan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ডার্বি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল মোহনবাগান ফুটবল ক্লাব। টিকিটের দামের ক্ষেত্রে বৈষম্যের জন্য তারা সিদ্ধান্ত নিলেন, ডার্বি ম্যাচের কোন টিকিট বিক্রি করবেন না মোহনবাগান ক্লাব। বড় ম্যাচের টিকিট ছাড়ার পরই দেখা গেছিল দুই ক্লাবের সমর্থকদের জন্য আলাদা রকম দর রাখা হয়েছে মেগা ম্যাচের টিকিটের। যেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছিল ইস্টবেঙ্গলের তুলনায় ১০০ টাকা বেশি ধার্য করা হয়েছে মোহনবাগানের টিকিটের দাম। এরপরই মোহনবাগান ক্লাবের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। এতদিন ধরে বড় ম্যাচে দুই প্রধানের সভ্য সমর্থকরা মাঠের ভেতর যতই লড়াই করুন না কেন মাঠের বাইরে কখনো এরকম বৈষম্যের শিকার হননি। ফলে বাগানের প্রতিবাদের আওয়াজ পৌঁছায় প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গলেও। এরপরই লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্টতই জানিয়ে দেন তিনি এই বিষয়ে দুঃখিত। সমর্থকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। কারণ পোড় খাওয়া ময়দানের এই কর্তা খুব ভালোভাবেই জানেন ইস্টবেঙ্গল- মোহনবাগান সমর্থকদের আবেগের কথা। তিনি থাকলে হয়তো এমন ঘটনা ঘটতে দিতেন না। কিন্তু আয়োজক ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীরা এমন ঘটনা ঘটিয়ে ফেলায় নিজেই কিছুটা লজ্জায় পড়ে গেছেন ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতির এই কর্তা। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকেই নজর দিতে চান দেবব্রত সরকার। ঠিক কি কারণে এরকম টিকিটের দামের ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হল দুই প্রধানের সমর্থকদের মধ্যে, সেই নিয়ে অবশ্য মুখ খুলতে পারেননি লালহলুদের কর্তারা। অপরদিকে এবারের বড় ম্যাচের কোন টিকিট বিক্রি করা হবে না, মোহনবাগান ক্লাবের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এক প্রেস বিজ্ঞপ্তিতে।