Where is the money for excise corruption? Kejriwal will reveal the truth in court tomorrow
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামীকাল ২৮ মার্চ আদালতে তাঁর শুনানি রয়েছে। সেখানেই আবগারি দুর্নীতির অর্থ কোথায়, সেই তথ্য প্রকাশ করবেন কেজরিওয়াল। এমনই দাবি করলেন আম আদমি পার্টির সুপ্রিমো- র স্ত্রী সুনীতা কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা বুধবার বলেছেন, তাঁর স্বামী বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের সামনে হাজির হয়ে আবাগারি কেলেঙ্কারির অর্থ কোথায় আছে সেই সত্য প্রকাশ করবেন। এবং প্রমাণও সরবরাহ করবেন।
দিল্লির আবগারি দুর্নীতির অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা স্বামীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন সুনীতা কেজরিওয়াল।সাংবাদিক সম্মেলনে সুনীতা কেজরিওয়াল বলেন, বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি মাত্র ৭৩ হাজার টাকা পেয়েছে। আবাগারি কেলেঙ্কারিতে ইডি ২৫০টিরও বেশি অভিযান চালিয়েছে। কিন্তু এখনও কিছুই পায়নি। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল ২৮ মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন।