Royals face Delhi Capitals at home in Rajasthan on Thursday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রাজস্থানে নিজেদের ঘরের মাঠে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালের মুখোমুখি হচ্ছে রয়্যালসরা। প্রথম ম্যাচেই অধিনায়ক সঞ্জু স্যামসনের ঝড়ো গতির ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ জিতেছিল রাজস্থান। দিল্লি অবশ্য গত ম্যাচে হেরে গেছে। ফলে ঘুরে দাঁড়ানোর ম্যাচ রাজধানীর দলের কাছে। ফর্মে ফেরার ম্যাচ ঋষভ পন্থের কাছেও।
লখনউ এর মত শক্তিশালী দলের বিপক্ষে গত ম্যাচে জিতেছে রাজস্থান। ফলে স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসের দিক থেকে বেশ ভালো জায়গায় রয়েছে তারা। ট্রেন্ট বোল্টের পাশাপাশি দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল রয়েছে। যশস্বী জাইসওয়ালও গত ম্যাচে রান পেয়েছেন। দিল্লিকে যে জিততে গেলে যথেষ্টই কাঠখড় পোহাতে হবে তা বলাই যায়। রাজস্থানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে বড় রান করতেই হবে। কারণ তাদের ব্যাটিং ডেপথ যেমন খুব বেশি নয়। তেমনই বোলিংও দাঁত নখহিন। খলিল আহমেদ বা কুলদীপ যাদব গত ম্যাচে নজর কাড়তে পারেননি। ফলে এই ম্যাচে দিল্লির বোলিং ইউনিটকে ঘুরে দাড়াতেই হবে। তেমনই রানে ফিরতে হবে দুই অজি ওপেনার ওয়ার্নার এবং মার্সকে। এখন দেখার ম্যাচে শেষে, শেষ হাসি কে হাসে।