Former India captain Dattajirao Gaikwad passed away
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বরোদায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক দত্তজিরাও গায়কোয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল 95 বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান নিজের এক্স হ্যান্ডের এই সংবাদটি জানান। দত্তজিরাওয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “মোতিবাগ ক্রিকেট মাঠে বট গাছের নীচে নীল মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। এভাবেই খুঁজে নিতেন আগামী দিনের তারকাদের। বরোদার ক্রিকেটের ভবিষ্যত্ তিনিই গড়ে তুলেছিলেন। তাঁর না থাকা প্রতি মুহূর্তে অনুভূত হবে যা ক্রিকেট জগতে অনেক বড় ক্ষতি।” 1952 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন অভিষেক ম্যাচ। দত্তজিরাও তাঁর 9 বছরের কেরিয়ারে মোট 11টি টেস্টে খেলেছেন এবং 4টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন।