The state government hit the high court again. Division bench upholds single bench order in Dandivit case.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্কউত্তর দিনাজপুর দাঁড়িভিট মামলায় এবার ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের। বহাল সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ। এনআইএকে তদন্তের সব নথি তুলে দেবে রাজ্য।একইসাথে ক্ষতিপূরণ এর টাকা, এক সপ্তাহের মধ্যে দিতে হবে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় ১০ মাস হয়ে যাওয়া সত্ত্বেও এনআইয়ের হাতে তদন্ত সংক্রান্ত নথি না দেওয়ায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয়।গত বছরই মে মাসে এই নির্দশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। কিন্তু এখনো পালন না করায় রুল ইস্যু হয়।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য।
প্রধান বিচারপতির নির্দেশ রুল ইস্যুতে কোন স্থগিতাদেশ নয়।সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য।
প্রধান বিচারপতির নির্দেশ রুল ইস্যুতে কোন স্থগিতাদেশ নয়।যেহেতু শিডিউল অফেন্স আছে,সেই ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে। কন্টেম্পট রুলেও স্টে দেওয়া যাবে না। সেটা বিবেচনা করবে সিঙ্গেল বেঞ্চ – পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী
১৫ মের নির্দেশ পালনের রিপোর্ট আদালতে জমা দিতে হবে।