রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
শীতের দেখা নেই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকলের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে সারা বাংলা। তারই মাঝে দুশ্চিন্তার খবর শোনাল IDM। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের আধিকারিকরা জানিয়েছেন একাধিক ওয়েদার সিস্টেম অ্যাকটিভ রয়েছে এই মুহূর্তে। সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে বাংলাদেশের উপর। বাংলাদেশ থেকে পূর্ব অসম পর্যন্ত এলাকায় এটি বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট অব্যাহত রয়েছে। জেট স্ট্রিম উইন্ড বইছে গোটা উত্তর ভারতের উপর দিয়ে। প্রতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে হওয়া বইছে।
IMD জানাচ্ছে, এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল গোটা বাংলা জুড়েই। বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।বৃষ্টি হলেও আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও। তবে ঘন কুয়াশার দাপট রয়েছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই। সকলের দিকে ঘন কুয়াশা হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোডের ঝলক দেখা যাচ্ছে। তবে মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।