Lalbazar police wanted CCTV footage of Raj Bhavan to investigate sexual harassment allegations
গত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালবাজার থানার পুলিশ। এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে কলকাতা পুলিশের আট জনের বিশেষ তদন্তকারী দল। নেতৃত্বে রয়েছেন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তকারী ওই দলের তরফে রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালবাজারের তরফে রাজভবনের ওসির কাছে এ নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা ঘটনার দিনের রাজভবনের ভিতরের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। পাশাপাশি রাজভবনের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
অন্যদিকে, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে ‘স্ক্রিপ্টেড’ বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল। ওরা একাই চেঁচাচ্ছে। সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল মহিলাদের সম্মান করে না। তাঁদের ব্যবহার করে।