Governor CV Anand Bose sought an action-taken report from the state government on the Nandigram incident
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আগামীকাল, শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর তার আগে নন্দীগ্রামের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী ঘটনা ঘটেছে? তার পরিপ্রেক্ষিতে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেটা জানতে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। এই রিপোর্ট না দিলে নির্দিষ্টভাবে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিজেপি কর্মী খুনের ২৪ ঘণ্টা পরই রাজ্য সরকারের কাছে জবাব তলব করলেন রাজ্যপাল বলে সূত্রের খবর। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।এদিকে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। তারপর হঠাৎ আজ, শুক্রবার সক্রিয় হয়ে উঠলেন রাজ্যপাল। নয়াদিল্লি থেকে ঘুরে আসার পরই সক্রিয় হয়েছেন তিনি।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচূড়ায়। প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর। অভিযোগ, খুন হন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আড়ির মা রথীবালা আড়ি। সঞ্জয় নন্দীগ্রামে বিজেপির তফসিলি মোর্চার সম্পাদক। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকানে-বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। রাস্তায় গাছের গুড়ি ফেলে চলেছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। আপাতত পরিস্থিতি থমথমে। সূত্রের খবর, এই ঘটনার পরই স্বতঃপ্রণোদিতভাবে খোঁজখবর নিলেন রাজ্যপাল।