You can get rid of financial crisis by planting currant tree at home
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শাস্ত্র মতে হিন্দু ধর্মের প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসি গাছ অথবা তুলসি মঞ্চ রয়েছে। প্রতিদিন সন্ধ্যেবেলায় সেই গাছের সামনে ধুপধুনো, মোমবাতি জালাতেও বাড়িতে। এতে বাড়ির মঙ্গল হয়। তবে সনাতন ধর্ম অনুসারে, শুধু তুলসি গাছই নয়, বাড়ির মঙ্গলের আরও বেশ কিছু গাছ আছে যেগুলো লাগানো উচিৎ। কারণ বিভিন্ন গাছে বিভিন্ন দেবতার বাস রয়েছে। যেমন তুলসী গাছ, মানিপ্ল্যান্টের মতো কয়েকটি গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সব গাছ লাগালে শুভ প্রভাবে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তবে এটা অনেকেই জানেন না বেদানা গাছ লাগালে সংসারে আর্থিক সংকট মেটে। হিন্দুধর্ম অনুসারে বেদানা গাছে মা লক্ষ্মী বাস করেন। সেই কারণে বাড়িতে বেদানা গাছ থাকা বিশেষ শুভ।বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে বেদানা গাছ লাগানো খুবই শুভ। এছাড়াও বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে বেদানা গাছ রাখলে বাড়ির ছেলেমেয়েদের চাকরির ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায়। বাড়ির উঠোনে বেদানা গাছ থাকলে সংসারে ইতিবাচক শক্তি প্রবাহিত করে। পাশপাশি, যে বাড়িতে বেদানা গাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। ফলস্বরুপ, সেই সংসারে কখনও আর্থিক সংকট দেখা দেয় না। বেদানা গাছের শুভ প্রভাবে বাড়ির সদস্যদের উপর থাকা গ্রহের দোষ কেটে যায় এবং বাড়িতে থাকা যা কিছু বাস্তু দোষ তা মিটে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির মূল দরজার দক্ষিণ দিকে বেদানা গাছ পোঁতা অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন উঠোনের মাঝখানে অথবা বাড়ির বাম দিকে ভুলেও বেদানা গাছ পুঁতবেন না। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও গোলযোগ দেখা দেয়। তাই বেদানা গাছ রাখুন বাড়ির ডান দিকে। তাহলেই সেই সংসারে অবস্থান করবেন মা লক্ষ্মী।