Cricketer Jasprit Bumrah may be rested for the third Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাহকে। ভারতের এই তারকা পেসারের ওপর থেকে ওয়ার্ক লোড কমানোর জন্যই তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তার পরিবর্তে খেলতে চলেছেন মহঃ সিরাজ। রাজকোটের উইকেট স্লো টার্নার হতে চলেছে। সেক্ষেত্রে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধাই পাবেন বলা যায়। তাই বুমরাহকে বিশ্রাম দেওয়ার জন্য এটাই সেরা সুযোগ মনে করছে টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন আগেই ইতিহাস গড়েছেন বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বোলার হিসেবে সবফরম্যাটেই এক নম্বর স্থান অর্জনের নজির গড়েছিলেন বুমরাহ। ৩০ বছর বয়সি বুমরার সামনে রয়েছে পরপর ম্যাচ। তিন টেস্ট এখনও বাকি দুই ইনিংস মিলিয়ে যদি ৩০ ওভারও বোলিং করেন বুমরা, সেক্ষেত্রে পরের তিন টেস্টে প্রায় ১০০ ওভারের কাছারাছি বোলিং হয়ে যাবে তাঁর। এদিকে ইংল্যান্ড সিরিজ শেষের পরই শুরু হবে আইপিএল। গোটা লিগ খেললে সেখানেও কম করে ৬০ ওভার বোলিং করবেন বুমরাহ। আর আইপিএলের পরই শুরু বহুকাঙ্খিত টি20 বিশ্বকাপ। দীর্ঘ ১১ বছরের আইসিসির ট্রফি জয়ের খরা কাটাতে ভারতের বড় ভরসা বুমরাহ। তাই নির্বাচকরা সব দিক চিন্তা করেই তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন। যদিও পরের তিন টেস্টেও বুমরাহই সহ অধিনায়ক নির্বাচিত হয়েছে। তবুুও তাকে বিশ্রামই দেওয়ার কথা ভাবা হচ্ছে। এদিকে মুকেশ কুমারকে এই ম্যাচে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে বাংলা থেকে সুযোগ পাওয়া পেসার আকাশ দীপ।