Yashaswi in front of setting a precedent
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চতুর্থ টেস্টে নামার আগেই সুখবর যশস্বী জয়সওয়ালের জন্য। আইসিসি টেস্ট তালিকায় 15 নম্বর স্থানে উঠে এলেন তিনি। কদিন আগেই আইপিএল থেকে অর্জিত অর্থে মুম্বইতে বাড়ি কিনেছিলেন যশস্বী জয়সওয়াল। জোড়া দ্বিশতরানের ফল হাতে নাতে পেলেন বাহাতি এই ব্যাটার। আইসিসির তালিকায় টেস্টে 14 ধাপ উঠে এলেন ব্যাটারদের মধ্যে। এখনও সিরিজে দুটি টেস্ট বাকি। সেখানে আরও নজির গড়তে পারেন যশস্বী। সুনীল গাভাস্কারের করা এক সিরিজে 700 বা তার বেশি রানের নজির ছুতে পারেন তিনি। সেই রেকর্ড ভেঙেও দিতে পারেন এই বাহাতি ওপেনার। বিনোদ কাম্বলির 14 ইনিংসে টেস্ট ক্রিকেটে 1000 রান পুর্ণ করার রেকর্ডও ভাঙতে পারেন যশস্বী। কোনও কাজের প্রতি আগাধ সাধনা এবং নিষ্ঠা থাকলে মানুষ কত দুর পৌঁছাতে পারে তারই প্রকৃত উদাহরণ যেন 22 বছর বয়সি এই ক্রিকেটার।