Yashasvi standing in front of the new milestone
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ৭ই মার্চ থেকে ধর্মশালায় শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইতি মধ্যেই সিরিজ পকেটে পড়েছে রোহিত শর্মা ব্রিগেড। অনবদ্য পারফরম্যান্স করে চলেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। যবে থেকে সুযোগ পেয়েছেন ব্যাট হাতে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ওপেন করে ৬৫৫ রান করেছেন যশস্বী। আর মাত্র ৪৫ রান যোগ করতে পারলেই ধর্মশালায় তিনি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৭০০ রানে গণ্ডি টপকে যাবেন । দুই দেশ মিলিয়ে যদি এক সিরিজে সব থেকে বেশি রানের নজির গড়তে চান সেক্ষেত্রে তাকে পঞ্চম টেস্টে করতে হবে ৯৮ রান। এখনো পর্যন্ত ৬৫৫ রান করেছেন তিনি এই সিরিজে। এর আগে প্রাক্তন ইংরেজ অধিনায়ক গ্রাম গুচ ১৯৯০ সালের ভারত- ইংল্যান্ডের তিনটি টেস্টে করেছিলেন মোট ৭৫২ রান। ২০২১-২২ সালে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জো রুট করেছিলেন ৭৩৭ রান। ফলে যশস্বী যে পারফরম্যান্স করে চলেছেন চলতি সিরিজে, তাতে তার থেকে ৯৮ রান পঞ্চম টেস্টে আশা করা যেতেই পারে।