Sarfraz is for Tests, says former board president
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই যেন স্বপ্ন পূরণ হয়েছে সারফরাজ খানের। কয়েক মাস আগে আইপিএলের কোন দলই কিনতে চায়নি এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে অভিষেকের পর থেকেই সারফারাজের খেলা চোখে পড়েছে অনেকের। যদিও চতুর্থ টেস্টে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবুও কলকাতার নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস, দুই দলই আগ্রহী এবারের আইপিএলে তাঁকে নেওয়ার জন্য। এরই মধ্যে দিল্লি ক্যাপিটাল দলের মেন্টর সৌরভ গাঙ্গুলী সারফারাজকে নিয়ে যে বার্তা দিলেন তাতে হয়তো খুব একটা নিশ্চিন্ত হতে পারবেন না কেকেআর বা সিএসকে শিবিরের কর্তারা। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন সারফারাজ খান ভালো ক্রিকেটার। তবে তিনি মূলত টেস্ট ক্রিকেটের জন্যই। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি অতটাও কার্যকরী নয় বরং ফাস্ট ক্লাস ক্রিকেটে এবং রঞ্জি ট্রফিতে সারফরজ খান অনেক বেশি সাবলীল। সব ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স-এই যোগ দিতে পারেন সারফরাজ খান।