Australian cricketer Jake Creger McGurk of Delhi Capital caught the eye on his debut.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অভিষেকেই নজর কাড়লেন দিল্লি ক্যাপিটালের অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেক ক্রেগার ম্যাক গার্ক। দলের অন্য বিদেশীরা যখন নজর করতে ব্যর্থ হয়েছেন তখন অভিষেকেই রনংদেহী মেজাজে দেখা গেল ২২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে। ৩৫ বলে করা ৫৫ রানের ইনিংসে মারলেন ছক্কার হ্যাটট্রিক। শেষ নবীন উল হকের বলে যখন আউট হলেন, ততক্ষণে দিল্লি প্রায় ম্যাচ জিতেই ফেলেছে। তার অসাধারণ ইনিংসের দিল্লি ক্যাপিটালস দল মজা করে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখে মনে হচ্ছে ক্রিকেট নয় বেসবল খেলছেন অজি ক্রিকেটার। অবশ্য বয়সে অনেকের থেকে ছোট হলে হবে কি, ব্যাটিংয়ে অধিনায়ক ঋষভ পন্থের থেকে পিছিয়ে নেই তিনি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র ২৯ বলে শতরান করে সাড়া ফেলে দিয়েছিলেন ম্যাক গার্ক। তার রোল মডেল ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর নেমেছিলেন। বেশ চাপেই ছিলেন। কারণ জুনিয়র হওয়ায় এই ম্যাচে পারফর্ম করতে না পারলেই যদি দল বসিয়ে দেয় চিন্তা ছিল। কিন্তু ব্যাট হয়ে ২২ গজে আসতেই প্রতিপক্ষ বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন তিনি। ক্রূণাল পান্ডিয়ার এক ওভারে তিনটি ছয় মারেন তিনি। ম্যাচ শেষে তাই তার বাউন্ডারির সংখ্যা ২, কিন্তু ওভার বাউন্ডারির সংখ্যা ৫। পরের ম্যাচের আগে পন্থের দিল্লি যে লড়াই করার একজনকে পেয়ে গেল তা বলাই যায়।