Bengal pacer Akashdeep is successful in his debut
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : অভিষেকেই সফল বাংলার পেসার আকাশদীপ। ইংল্যান্ডের বিপক্ষে রাচী টেস্টে প্রথম তিনটি উইকেটই নিয়ে নিলেন আকাশ। যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে সকলেই ভেবেছিলেন, হয়ত পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন মহঃ সিরাজ। তবে আদতে হল উল্টোটাই। মুকেশ কুমারকে টপকে প্রথম একাদশে এসেই নিজের ছন্দ ধরে রাখলেন আকাশদীপ। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, ইংল্যান্ড দলের বিপক্ষে সেখান থেকেই শুরু করলেন তিনি। তার মাথায় টেস্ট ক্যাপ প়ড়িয়ে দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বেন ডাকেট এবং ওলি পোপ, একই ওভারে জোড়া উইকেট তুলে নেন আকাশ। এরপর ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে 42 রানে সাজঘরে ফেরান আকাশ দীপ। তাতেই প্রথম ইনিংসে ইংল্যান্ডের বড় রানের স্বপ্নে জল পড়ে যায়। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩০২ রান। ইংল্যান্ডের চেনা বাজবল ক্রিকেট থেকে বেরিয়ে নিজের চেনা ছন্দে ফিরতেই শতরান পেলেন জো রুট। পরপর যখন উইকেট হারাচ্ছে ইংল্যান্ড, তখন নিজের এন্ড সামলে রাখলেন রুট। ৯ টি চার মেরে করলেন অপরাজিত ১০৬ রান। যে ছন্দে ভারত শুরু করেছিল, সেই ছন্দ হারিয়ে ফেলে ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনে যদি আর ১০০ রানের বেশি যোগ করে ফেলে ইংল্যান্ড, তাহলে ভারতের ওপর চাপ বাড়তে পারে। কারণ চতুর্থ ইনিংসে ব্যাটিং করা অত্যন্ত কঠিন হতে চলেছে এই উইকেটে, তা প্রথম দিনের খেলা থেকেই স্পষ্ট।