India-England 2nd Test starts in Visakhapatnam from Friday. Team India is already in trouble after losing the first test.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকে বিশাখাপত্তনমে শুরু ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হেরে এমনিতেই বিপাকে টিম ইন্ডিয়া। তার ওপর স্পিনার রবীন্দ্র জাদেজার চোট আরও চিন্তা বাড়িয়েছে রোহিতের। এরই মধ্যে ভারতীয় দলকে তাদেরই চেনা অস্ত্রে ঘায়েল করার পরিকল্পনা নিয়েছে ইংল্যান্ড শিবির। সেই কারণেই গত ম্যাচে বেশি স্পিনার খেলিয়েছিলেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। স্টোক্সও বলেছেন, এটাই ছিল ভারতকে তাদের মাটিতে হারানোর সেরা এবং সহজ অস্ত্র। প্রাক্তন ক্রিকেটাররা রোহিতকেও একই পরামর্শ দিয়েছেন, চার স্পিনার এবং এক পেসার খেলানোর। যদিও সমস্যা একটাই শুরুর দিকে বোলিং করতে হলে পেসাররা বল করলে যত তাড়াতাড়ি পিচ ফাটে, স্পিনারদের দিয়ে শুরু করলে সেটা হবে না। বরং পরে ব্যাট করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিশাখাপত্তনমে অবশ্য টস জিতলে ব্যাটিং নিতে পারেন রোহিত। প্রথম ইনিংসেই যতটা সমভব। রান তুলে নিতে চাইবেন তিনি। কারণ এই ধরনের পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করা যতটা ভয়ঙ্কর, বোলিং করা ততটাই সুবিধা। সেই কারণে টস জিততে চাইবেন রোহিত। গত ম্যাচে টস হেরেই ম্যাচটা হাত দিয়ে প্রায় বেড়িয়ে গেছিল ভারতেরষ সেই একই পরিস্থিতি যাতে না আসে, আর সিরিজে যাতে সমতা ফেরে তার জন্য বারবার উইকেট দেখলেন দ্রাবিড়, রোহিতরা।