The Indian Cricket Board has announced the inclusion of Rinku Singh in the Indian A team against England Lions.
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ২৫ জানুয়ারি থেকে শুরু হল ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার প্রথম টেস্ট ম্যাচ। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরের ম্যাচ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানান হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেই খেলবেন না বিরাট কোহলি। বিরাটের পরিবর্তে রজত পতিদারকে দলে নেওয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার রিঙ্কু সিংকে ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে ভারতীয় এ দলে নেওয়ার কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এমন ঘোষণার পর থেকেই বিরাট কোহলির পরিবর্ত নিয়ে জোর জল্পনা চলছিল ক্রিকেট মহলে। মিডল অর্ডার ব্যাটার হিসেবে ভারতীয় দলে থাকা রজত পতিদার স্কোয়াডে সুযোগ পেলেও তিনি ব্যর্থ হলেই সিরিজের বাকি ম্যাচগুলোয় রিঙ্কু সিংকে দলে নেওয়া হতে পারে। অবশ্য ততদিনে যদি বিরাট দলে প্রত্যাবর্তন না করে। রিঙ্কুর বর্তমান পারফরমেন্স যে তাক লাগিয়েছে নির্বাচকদেরও, তা এই সিদ্ধান্তেই অনুমেয়। স্রেফ টি20তেই নয়, টেস্টে সুযোগ পেলে ভারতীয় দলে নিজের স্থান যে আরও মজবুত করবেন রিঙ্কু তা বলাই বাহুল্য। অবশ্য টেস্ট ম্যাচে চার নম্বর ব্যাটার হিসেবে খেলেন বিরাট কোহলি। রিঙ্কু ব্যাট করেন লোয়ার অর্ডারে। এখন দেখার পরের মাসে রাজকোট, রাঁচী এবং ধর্মশালাতে অনুষ্ঠিত হতে