Rohit’s master stroke was handing the ball to Bishnoi. That was the turning point in winning the third T20 match
দেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারত আফগানিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন একজন স্পিনার রবি বিশনৈ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় থেকেই তার খেলা নজর কেড়েছিল। আইপিএলেও নিজের অস্ত্র আরও ষাণ দিয়ে নিয়েছেন এই স্পিনার। বহু তাবর তাবর ক্রিকেটাররাই তার বোলিংয়ের ভেল্কি বুঝতে পারেন না। সেখানে আর আফগানিস্তান দলও কোন ছাড় পায়নি। প্রথমে চার ওভারে দিয়েছিলেন অনেকটা রান। কিন্তু স্লগ ওভার এবং সুপার ওভারে যখন স্নায়ুচাপ ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন মুকেশ কুমার, আবেশ খানরা। ঠিক সেই সময়ই জোলে উঠলেন রবি। বল হাতে পেতেই জোড়া উইকেট। এক রবির প্রস্থান আসন্ন সিমিত ওভারের ক্রিকেটে। সেই জায়গায় আরেক রবির আগমন যে ভারতীয় দলের স্পিন অ্যাটাককে শক্তিশালি করছে তা বলাই বাহুল্য। বিশনৈকে বোলিং দেওয়ার সিদ্ধান্তের জন্য কৃতিত্ব দিচ্ছেন অবশ্য অধিনায়ক রোহিত শর্মাকেই দিচ্ছেন রাহুল দ্রাবিড়। কারণ একটা সময় বল হাতে দেখা যাচ্ছিল আবেশ খানকে। কিন্তু শেষ মূহূর্তে রোহিতের মাস্টার স্ট্রোক ছিল বিশনৈয়ের হাতে বল তুলে দেওয়া। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাড়াল তৃতীয় টি20 ম্যাচ জয়ের ব্যাপারে। ভারতীয় টি20 দলে ঢোকার দাবিদারের ছড়াছড়ি। জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, লোকেশ রাহুল, চার উইকেটরক্ষক। ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াসিংটন সুন্দর। ফিনিশারের ভুমিকায় রয়েছে বিগত এক বছর টানা রানের মধ্যে থাকা রিঙ্কু সিং। তার ব্যাটের সামনে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আফগানিস্তানের বোলাররা দাড়াতেই পারেননি। টি20 বিশ্বকাপের আগে এত বিকল্প থাকায় দল বাছতে সুবিধাই হবে, মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়। এখন দেখার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সিরিজের জয়ের ধারা আগামী টি20 বিশ্বকাপেও জারি রাখতে পারেন কিনা বিরাট কোহলি, রোহিত শর্মা, রিঙ্কু সিংরা।