At the beginning of the secondary examination, Kolkata Police Commissioner Vineet Goyal greeted the examinees with rose flowers and chocolates
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার শুরুতে, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজে সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতা পদ্মপুকুর ইনস্টিটিউশন (৪৪ শরৎ বোস রোড, চক্রবেড়িয়া), ও ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল (৩, এটিএম রোড) এই দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, চকোলেট তুলে দেন। পরীক্ষার্থীদের পরীক্ষা যাতে ভালো হয়তার জন্য শুভেচ্ছা জানাতে এসেছেন বলে জানান সিপি।
পাশাপাশি তিনি বলেন, যানবাহন পরিষেবায় কোনও সমস্যা নেই। পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার জন্য সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে। স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।