CPIM will contest only 50 seats in the Lok Sabha polls
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের সব থেকে সুরুচিশিল দল কোনটা? অনেকেই বলবেন বামেরা। ভারতের সব থেকে প্রতিবাদী দল কোনটা, এক্ষেত্রে বিপ্লবী বামপন্থীরা নিজেদেরই দাবি করবে। রাজ্যে বিধানসভা, লোকসভা দুটি পরীক্ষাতেই শূন্য পেয়েছে সিপিআইএম। দেশেও যে মোদীর কারিশমায় ভাটা পড়েছে সিপিআইএমের ভোটব্যাঙ্কে। তাই এবারের লোকসভা নির্বাচনে মাত্র ৫০ টির মত আসনে লড়তে দেখা যাবে সিপিআইএমকে। গত পাঁচ দশকের ইতিহাসে যা প্রথমবার।
তাদের দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এসে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, এবার তারা লড়বেন ৫০টি আসনে। সেখানেই ভালো দলের আশা করছেন তারা। ইস্তেহারে বিজেপিকে ধর্মনিরপেক্ষতা বিরোধী দল হিসেবেও দাবি করেছেন ইয়েচুরি। বাদ বাকি আসন বাম শরীক দল ও জোটসঙ্গীদের জন্য ছেড়েছে সিপিআইএম।